চট্টগ্রাম: বোয়ালখালীতে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে চলন্ত একটি মাইক্রোবাস। এসময় জ্বলন্ত গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক ও হেলপার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, দগ্ধ নুরুল ইসলামকে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি রাতেই বাড়ি ফিরেছেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, মাইক্রোবাসটিতে (চট্টমেট্রো চ -১১-৩০৭৮) শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিটে আগুন নির্বাপণ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে গাড়ির মালিক-চালক কাউকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বিই/টিসি