ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বাস-মাইক্রোবাসে যাত্রীদের হামলা, ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
সীতাকুণ্ডে বাস-মাইক্রোবাসে যাত্রীদের হামলা, ভাঙচুর ...

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় বাসচালককে দায়ী করে সাদা রঙের মাইক্রোবাসে থাকা যাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালায়।

এসময় তাদের সঙ্গে যোগ দেয় কালো রঙের আরেকটি মাইক্রোবাসের যাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে বাসের যাত্রীরাও মাইক্রোবাস দুটি ভাঙচুর করেন।

বাসের যাত্রী নাসরিন সুলতানা বলেন, তিনি মেয়েকে নিয়ে রংপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুটি মাইক্রোবাস থেকে কয়েকজন তরুণ নেমে বাসের জানালা ভেঙ্গে দেয়। বাসের চালক অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিতে পারতো, যাত্রীদের এভাবে বিপদে ফেললো কেন?

স্থানীয় বাসিন্দারা বলেন, বেশ কয়েকজন তরুণকে বাস ভাঙচুর করতে দেখে থামানোর চেষ্টা করা হয়। এসময় তারা উল্টো মারধর করার চেষ্টা করে। বাসের ভেতর থেকে শিশু ও নারীদের চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয়ে একটি মাইক্রোবাস আটক করে পুলিশকে খবর দেন।

বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই আবদুল বাতেন বলেন, ওভারটেক করা নিয়ে এ ঘটনার সৃষ্টি হয়। একটি বাস ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আরেকটি মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।