চট্টগ্রাম: নগরের আতুরার ডিপো এলাকায় আকাশ নামে এক দোকান কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পাঁচলাইশ থানার হিলভিউ রহমান নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ১০টার দিকে আতুরার ডিপো পেয়াজু গলি আজিজ মার্কেটের মুখে কাপড়ের দোকানের কর্মচারী মো. আকাশকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে জুলহাস ও শাহীন আলম।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জুলহাস ও মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমআই/টিসি