চট্টগ্রাম: আনোয়ারায় ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চায়না ইকোনমিক জোনের গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমানের ২য় স্ত্রী রিজা মনি (২৫) বলেন, ‘স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে বিয়ে করেন। আমাদের হাসিবুর রহমান নামে এক বছরের পুত্র সন্তান আছে। আমার স্বামী ইট-বালু সরবরাহের ঠিকাদারি ব্যবসা করতেন। গত সপ্তাহে মায়ের বাসায় যাওয়ার পর দুই-তিনদিন ধরে স্বামীকে মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি। দুপুরে পুলিশ ফোনে জানায়, আমার স্বামী মারা গেছে’।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমআই/টিসি