ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ফেব্রুয়ারি ২২, ২০২৫
পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মারধরে মহিউদ্দিন (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে৷ 

জানা যায়, মহিউদ্দিন কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরেন। চার বছর আগে মহিউদ্দিনের ছোট বোন সেলিনা আক্তারের সঙ্গে নোয়াপাড়ার মিসির আহমেদের ছেলে গরু ব্যবসায়ী মো. শরীফের বিয়ে হয়।

তাদের সংসারে দুই বছর ও আট মাস বয়সের দুই মেয়েসন্তান রয়েছে। বিয়ের পর থেকে বাবার বাড়ি হতে টাকা আনতে স্ত্রীকে চাপ দিতেন শরীফ।

বোনের বাড়িতে পারিবারিক বিবাদের খবর শুনে সেখানে গেলে বোনের স্বামী শরীফের সাথে হাতাহাতির একপর্যায়ে মারধরে মহিউদ্দিন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিবাদ মেটাতে বোনের বাড়িতে গিয়ে বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের হাতে মারধরের শিকার হয়ে ওই প্রবাসীর মৃত্যুর অভিযোগ পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।