চট্টগ্রাম: নগরের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মর্জিনার মায়ের কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে।
অভিযুক্ত স্ত্রী নুর জাহান থানায় আটক রয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন একাধিক বিবাহ করেন। অভিযুক্ত নুর জাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। নুর জাহানকে না জানিয়ে ৫ম বিয়ে করলে আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমআই/টিসি