ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬৪ কর্মচারীকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ৫, ২০২৫
চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬৪ কর্মচারীকে বদলি ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও  উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বদলির লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত কর্মচারী বদলির লটারি কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা প্রশাসক ফরিদা খানম।

অনুষ্ঠানে যেসব কর্মচারী ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন এমন ৬৪ জন কর্মচারীকে লটারীর মাধ্যমে বদলি-পদায়ন করা হয়।

 

স্বচ্ছ  বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীরা নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন। কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং জেলা প্রশাসকের অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানান।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসকরা ও জেলা প্রশাসনের  অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।