ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
‘জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে’ ...

চট্টগ্রাম: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় হালিশহরে একটি কনভেনশন হলে সন্দ্বীপ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

 

সন্দ্বীপ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ দৌলা সজীবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট ডেলটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ, তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান।  

বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন।

 

সাবেক ছাত্রনেতা মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর থানার বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন ডিপ্তি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, আবদুল ওয়াহাব কবির, ইন্জিনিয়ার নসরুল কবির মনির তালুকদার, কাউছার আহমেদ চেয়ারম্যান, মাস্টার আবুল কাশেম, আবু সুফিয়ান পাশা সুজন, এম এ হালিম, পতেঙ্গা থানা বিএনপি নেতা কাজী জিয়া উদ্দীন সোহেল, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাঈন উদ্দীন।  

উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবু সায়েম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুক্তাদের মাওলা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম অরিক, যুবদল নেতা মোশাররফ হোসেন, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহী, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন জুয়েল, মাঈটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলীমুল কায়েস নিপুল প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বিএনপির ৩১ দফা নিয়ে বলেন, কোনো ব্যক্তির ভিশন বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না। বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। ৩১ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেবে, তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারব।  

বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, সামনে নির্বাচন হবে, নির্বাচনে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল জিতবে, জিততেই হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাবা আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তাঁর দেখানো পথে চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই রাজনীতিবিদ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।