ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডা. শাহাদাতের গাড়ি ভাঙচুরের মামলার আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ডা. শাহাদাতের গাড়ি ভাঙচুরের মামলার আসামি গ্রেপ্তার  প্রেপ্তার সাজ্জাদ

চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সময় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গাড়ি ভাঙচুরের মামলায় ইব্রাহিম চৌধুরী সাজ্জাদ (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) নগরের হালিশহর থানাধীন পানিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সাজ্জাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাজ্জাদ পাহাড়তলী থানাধীন বাঁচা মিয়া রোড এলাকার হাসান চৌধুরীর ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সাজ্জাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
পিডি/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।