ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গুলিয়াখালী সৈকতে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
গুলিয়াখালী সৈকতে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা 

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার মুরাদপুর ইউনিয়নে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় এই ঘটনা ঘটে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় ছোটভাই ও বন্ধুসহ একজন কলেজ শিক্ষার্থী ঘুরতে যান। সেখানে কলেজছাত্রীকে দুই-তিনজন ছেলে জোর করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে।

ছোটভাই ও বন্ধু  চিল্লাচিল্লি ও পিছনে যাওয়ার পরে ছেড়ে দেন। শিক্ষার্থীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।