চট্টগ্রাম: রাউজানের ডাবুয়ায় বসতঘরে সৃষ্ট অগ্নিকাণ্ডের ধোঁয়ায় পার্শ্ববর্তী ভবনের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম মোহাম্মদ ফয়সাল। সে প্রবাসী রহমত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়ার বসতঘরে আগুন লাগে। এ সময় পাশের পাকা দ্বিতল ভবনে আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘুমন্ত মোহাম্মদ ফয়সাল অসুস্থ হয়ে পড়ে। দেওয়াল ভেঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ফয়সালকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হন চাচা হাবিব উল্লাহ ও দাদি শাহানুর বেগম।
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট রাত পৌনে ২টার দিকে কাজ শুরু করে। এর আগে ৩টি ঘর পুড়ে যায়। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় পাশের পাকা বাড়িতে ধোঁয়ায় এক শিশু অসুস্থ হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এম আর/টিসি