চট্টগ্রাম: তাকওয়ার নীতিতে জীবন পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
শনিবার (৮ মার্চ) হালিশহর পিসি রোডে অবস্থিত জেপি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য পতেঙ্গা আলিয়া (কামিল) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, সর্বক্ষেত্রে তাকওয়াবান লোকেরা নেতৃত্ব দিলে আজ সমাজের চিত্রই পরিবর্তন হয়ে যেত।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ড. শাহাদাত হোসাইন, থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, থানার কর্মপরিষদ সদস্য মো. সাইফুদ্দিন, মাওলানা সুলায়মান, মাওলানা আহমদ শফি, মো. আলমগীরসহ অন্যান্য থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসি/টিসি