ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজ নির্মলের খোঁজ চেয়ে মেয়ের আকুতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মার্চ ১০, ২০২৫
নিখোঁজ নির্মলের খোঁজ চেয়ে মেয়ের আকুতি নির্মল বড়ুয়া

চট্টগ্রাম: নগরের সদরঘাট এলাকা থেকে নির্মল বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে তিনি নিখোঁজ হন।

তাঁর সন্ধান চেয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ব্যক্তির মেয়ে অপর্ণা বড়ুয়া।

তিনি বাংলানিউজকে বলেন, হাসপাতালে চিকিৎসার পর বাসায় নেওয়ার পর দুপুরে কাউকে কিছু না বলে বেরিয়ে যান বাবা।

তিনি মানসিকভাবে অসুস্থ। আমাদের বাড়ি কক্সবাজারের রামুতে হলেও সদরঘাটের পোস্ট অফিস গলির রফিক সওদাগরের ভাড়া বাসায় বসবাস করছি। যদি সহৃদয়বান কেউ খোঁজ পান তাহলে যোগাযোগের অনুরোধ করছি। যোগাযোগের নম্বর: 01711556611, 01640853168

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।