ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে ৫০ লাখ টাকার স্বর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, মার্চ ১২, ২০২৫
মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে ৫০ লাখ টাকার স্বর্ণ ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরা হজের মোয়াল্লেমকে তল্লাশি করে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেইট দিয়ে বের হওয়ার সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে ।

আটক শাহিন আল মামুন রাঙ্গামাটির বাসিন্দা। তার কাছে পাওয়া গেছে ২২ ক্যারেট ৪০০ গ্রাম স্বর্ণালংকার।

প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ১২ হাজার ৬৭৩ টাকা হিসেবে এই স্বর্ণালংকারের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, A-12777893 পাসপোর্টধারী ওই মোয়াল্লেম বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা হতে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। স্বর্ণালংকার তার হাত ব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন।  

উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা,  মার্চ ১২, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।