ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীর যুবলীগ নেতা নগরে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, মার্চ ১২, ২০২৫
কর্ণফুলীর যুবলীগ নেতা নগরে গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. তারেক হাসান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

জানা গেছে, তারেক হাসান জুয়েল শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড মাওলানা আহসান উল্লাহ বাড়ির অ্যাডভোকেট জিএম মো. হারুনের ছেলে।

জুয়েল কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা,  মার্চ ১২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।