ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার বালুর মাঠ এলাকায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে মোহাম্মদ আইয়ুব নবী (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিজান নামে এক যুবককে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান।  

তিনি বলেন, পরকীয়ার জেলে মোহাম্মদ আইয়ুব নবীকে ছুরিকাঘাত করা হয়।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতের আটক করতে অভিযান চলছে।  

নিহতের ভাই আহাম্মদ নবী বাংলানিউজকে বলেন, সিজান, সাইমন ও সাকিব মিলে আমার ভাই মোহাম্মদ আইয়ুব নবীকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। সিজান, সাইমন ও সাকিব আমার ভাইয়ের কাছের বন্ধু ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।