ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
‘আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিল’

চট্টগ্রাম: পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।  

বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

উপজেলা থেকে বিক্ষোভ মিছিল বের  হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডলুব্রিজ এলাকায় গিয়ে সমাপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জেলা মজলিসে শুরা সদস্য এম. ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন,  পৌরসভার নায়েবে আমির মুহাম্মদ শাহ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের ও পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বৎসরের আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিল। ৫ আগস্ট ছাত্র -জনতার বিপ্লবের পর বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুনির্দিষ্ট আসামিদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার করা হয়নি।  

তারা আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের আলোচিত সাতকানিয়ার দুই হত্যাকাণ্ড বিচারবহির্ভূত ও আওয়ামী নেতা মানিক বাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে, যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।