ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহার পরলোকগমন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মার্চ ১৮, ২০২৫
কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহার পরলোকগমন

চট্টগ্রাম: দৈনিক বণিক বার্তা'র জ্যেষ্ঠ প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরোর উপ-ব্যুরো প্রধান সুজিত চন্দ্র সাহা'র বাবা কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা (৭৩) পরলোকগমন করেছেন।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে নিজ বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৫২ সালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ন্যায়মস্তি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।


দ্বিজেন্দ্র লাল সাহা গত বেশ কিছু দিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য বন্ধু-শুভাকাঙ্খী রেখে গেছেন। কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা কবিগানসহ কয়েক দশক ধরে সাহিত্য চর্চার সাথে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।