চট্টগ্রাম: ‘বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের গতিশীল নেতৃত্বে বাজুস এখন দেশের স্বর্ণ ব্যবসায়ীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। ’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম শাখার আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সাধারণ সম্পাদক প্রণব সাহার সঞ্চালনায় অংশ নেন বাজুস চট্টগ্রাম শাখার সহ সভাপতি দিলীপ কুমার ধর, খোকন ধর, হারাধন মহাজন, মো. শাহাজাহান সিদ্দিকী, প্রদীপ গুহ ও সুজিত কুমার ধর, সহ সম্পাদক রাজীব ধর তমাল, বিপ্লব কান্তি ধর, কাজল বণিক, রঞ্জন ধর, সত্য কুমার ধর, মিন্টু ধর ও গোপীনাথ ধর, কোষাধ্যক্ষ শম্ভু ধর, কার্যকরী সদস্য সুমন ধর, অলক চন্দ্র পোদ্দার, নয়ন কুমার ধর, রাজীব ধর, প্রদীপ বণিক, শান্তনু বণিক, মিনানাথ ধর, মো. আজিজ উল্লা, শিমু রাণী দেব প্রমুখ।
বক্তারা বলেন, বাজুসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে সংগঠন সগৌরবে এগিয়ে যাচ্ছে। এখন বাজুস দেশের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠনে পরিণত হয়েছে। সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকে।
সভায় সংগঠনের সদস্যরা ছাড়াও চট্টগ্রাম শাখার আঞ্চলিক সমন্বয় কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এআর/পিডি/টিসি