ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেবিতে জুলাই যোদ্ধাদের সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, জুলাই ১৭, ২০২৫
চমেবিতে জুলাই যোদ্ধাদের সম্মাননা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উদ্যোগে জুলাই বিপ্লবের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে জুলাই পুনর্জাগরণ ২০২৫ ও জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে বিপ্লবী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান করা হয়।

শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং ভিডিও পেজেন্টেশনে মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিময় দিনগুলো স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য সচিব ডা. মেহেরুন্নিছা খানম-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চমেবি সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, একাডেমিক কাউন্সিল সদস্য ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সার্জারি অনুষদের ডিন, অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন, অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন, অধ্যাপক ডা. মো. রহিমউল্লাহ চৌধুরী, মেডিকেল টেকনোলজী অনুষদের ডিন, ডা. মো. ইব্রাহীম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লব দেশের রাষ্ট্রপরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করে। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। এছাড়া জুলাই যোদ্ধাদের সরকারিভাবে সহায়তা দেওয়ার দাবি করেন।

তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন না হলে আমরা আজ এখানে দাঁড়াতে পারতাম না। এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জুলাইয়ের স্পিরিট আমাদের কাজের দিকনির্দেশনা হওয়া উচিত। এই চেতনাকে ধারণ করেই সমাজে ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দূর করতে হবে। ' সভায় জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যমত্য প্রত্যাশা করেন।

এছাড়াও ১২ জন জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদের মধ্য ডাক্তার, নার্স, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।