ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক খুন ...

চট্টগ্রাম: পূর্ব শত্রুতার জেরে ফটিকছড়িতে মোহাম্মদ রমজান (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।

 

নিহত মোহাম্মদ রমজান ওই এলাকার পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের ছেলে।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন বাংলানিউজকে জানান, পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়।

এতে রমজান নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে হাসান নামে আরও একজন। ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।