ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪০ ঘণ্টা পর ভেসে উঠলো নিখোঁজ নাবিকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
৪০ ঘণ্টা পর ভেসে উঠলো নিখোঁজ নাবিকের মরদেহ নাবিক দুলাল মিয়া

চট্টগ্রাম: মাছ ধরার জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ নাবিক দুলাল মিয়া (৫০) উদ্ধার করা হয়েছে।  

প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে উঠলে সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে নদীর বাকলিয়া মন্দির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত নাবিক নাম দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ কর্মরত ছিলেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বাকলিয়া থানার মন্দির ঘাট এলাকায় মরদেহটি ভেসে ওঠলে মরদেহটি উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হন নাবিক দুলাল মিয়া।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।