ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খালে পড়ে শিশুমৃত্যু: দুর্ঘটনাস্থলে চসিকের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
খালে পড়ে শিশুমৃত্যু: দুর্ঘটনাস্থলে চসিকের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা

চট্টগ্রাম: নগরের চকবাজারে ব্যাটারি রিকশাসহ খালে পড়ে মায়ের কোলে থাকা ছয় মাসের শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তদন্ত কমিটি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত নেন।

 

চসিকের সচিব আশরাফুল আমিনের নেতৃত্বে চার সদস্যের এ কমিটি গঠিত হয় গত মঙ্গলবার (২৩ এপ্রিল)। কমিটির সদস্যরা হলেন—চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল (সদস্যসচিব), প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান আশরাফুল আমিন বলেন, এই দুঃখজনক ঘটনার পেছনে কী কী দায় বা গাফিলতি রয়েছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সুপারিশ করা হবে।

চসিক সূত্র জানায়, প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।