চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল পরান বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ভয়াবহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান।
অগ্নিকাণ্ডে পৌরসভার ১নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. সুরুজের বসতঘরসহ পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. করিম, আবুধাবী বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল, বিএনপি নেতা মো. মনা, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ, পৌরসভা যুবদল নেতা মো. সরোয়ার, মো. সিরাজ, মো. করিম ও শ্রমিক দল নেতা মো. এনাম প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এমআই/পিডি/টিসি