চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারীরা কারও দয়ায় নয়, সরাসরি ভোটে জিতে সংসদে যাবে। এজন্য তিনি নারীদের জন্য ১০০টি সংসদীয় আসন সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউড়ী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আজকে সংস্কারের কথা হচ্ছে।
তিনি আরও বলেন, আট কোটি মানুষের জন্য ছিল ৩০০টি সংসদীয় আসন। এখন প্রায় ১৮ কোটি মানুষ হলেও এখনও আসন ৩০০-ই রয়েছে। তাই মহিলাদের জন্য ১০০টি আসন নির্ধারণ করা হলে এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হলে— উচ্চকক্ষে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ও পেশাজীবীদের স্থান দেওয়া যাবে। এতে সংসদে ভারসাম্য তৈরি হবে।
দেশ গড়তে নারীদের মতামত শোনার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনীতি মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। মহিলাদের স্বপ্ন, চাহিদা, আশা আমাদের শুনতে হবে। আপনারা মানুষের পাশে দাঁড়ান— বিশেষ করে গরীব, নিম্নবিত্ত ও অসহায় মহিলাদের পাশে। তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন। এ সনদই আগামীর বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হবে।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে স্থান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যারা অভ্যুত্থানের পর দলে আশ্রয় নিয়েছে, তাদের কোনোভাবেই সামনে আনা যাবে না। আমাদের ত্যাগী নেতাকর্মীরাই নেতৃত্বে থাকবে।
সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সভাপতিত্ব করেন মহানগর মহিলাদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। পরিচালনা করেন সংগঠনিক সম্পাদক ফাতেমা কাজল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলাদলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, মহানগর মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি সকিনা বেগম, সহ-সভাপতি সাহিদা বেগম মালা, মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নি, রেনুকা বেগম, জুলেখা বেগম জুলি, যুগ্ম সম্পাদক রোকেয়া বেগম রাকু, সামছুন নাহার প্রেমা, সায়রা বেগম, কামরুন নেছা, মনোয়ারা বাবুল, রোক্ষসানা বেগম মাধু, কোষাধ্যক্ষ নাছিমা আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবা সুলতানা, আসমা বেগম, ফরিদা আক্তারসহ বিভিন্ন থানা কমিটির নেত্রীবৃন্দ।
এমআই/পিডি/টিসি