চট্টগ্রাম: নগরের ৪১টি ওয়ার্ডের ২০ হাজার শ্রমিককে টিসিবি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (১ মে) শ্রমিক দিবসের অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র বলেন, আমাদের শ্রমিকরা অবহেলিত। তারা আজ দিনরাত পরিশ্রম করছে।
টিসিবি কার্ডের সুবিধা তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের সুবিধা ছাড়াও বয়স্কভাতা পাবেন। আপনারা যদি কোনো কারণে মৃত্যুবরণ করলে স্ত্রী বিধবাভাতা পাবে। এর বাইরে আরেকটি নাগরিক কার্ড উপহার দিতে চাই। এর সুবিধা হচ্ছে কারও দুর্ঘটনার কারণে হাত-পা চলে গেলে ভাতা পাবে। আমরা আপনাদের পক্ষে আছি। ১৮ বছর আপনারা মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজপথে ছিলেন। এখনো কাঙ্ক্ষিত ভোটের অধিকার পাইনি। আমাদের স্লোগান হবে- মে দিবস দিচ্ছে ডাক, ভোটাধিকার ফিরে পাক। ভোটাধিকার আমাদের ফিরে পেতে হবে। ভোটের অধিকার না থাকলে, গণতান্ত্রিক সরকার না আসলে দেশি বিদেশি বিনিয়োগ আসবে না। বিনিয়োগ না আসলে বেকারত্বের সংখ্যা বাড়তে থাকবে। নতুন সরকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারবে, শ্রমিকের অধিকার রক্ষা করতে পারবে। বেগম খালেদা জিয়া বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, শ্রমিকবান্ধব বাংলাদেশ আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ।
মে দিবস উপলক্ষে টাইগারপাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একসাথে। সিটি করপোরেশন শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় পাশে থাকবে।
তিনি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ, সুস্থ কর্মক্ষেত্র এবং যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যাত্রীসেবা সংশ্লিষ্ট শ্রমিকদের প্রয়োজন ও সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন হালকা মোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক। সমাবেশে অংশ নেন আবু ফয়েজ, মো. ইদ্রিস, আলাউদ্দিন, মধু সরকার, শিপন, মজিব, জাকির, খোকন,ইউসুফ আলী, জামাল, নুরুন্নবি ও মো. একরাম।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১, ২০২৫
এআর/পিডি/টিসি