চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিজ্ঞপ্তির অস্পষ্টতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়া স্বর্ণপদক বিজয়ী সেই শিক্ষার্থী অবশেষে সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
শনিবার (১০ মে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সুমন আহমেদ।
তিনি বলেন, বিজ্ঞপ্তির অস্পষ্টতা থেকে আবেদন প্রক্রিয়ায় ভুল হয়েছিলো। শেষে যখন জানতে পারি সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবো না, তখন খুব খারাপ লেগেছিল।
এর আগে ২৮ এপ্রিল বাংলানিউজে ‘বিজ্ঞপ্তির অস্পষ্টতায় সমাবর্তন বঞ্চিত হচ্ছেন স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে সামনে আসে ঘটনাটি।
চবির ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বাংলানিউজকে বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা তাকে পুনরায় আবেদনের সুযোগ দিয়েছিলাম। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবির ৫ম সমাবর্তন। সাড়ে ২২ হাজারের বেশি গ্র্যাজুয়েটকে নিয়ে আয়োজিত সমাবর্তনটিকে দেশের সর্ববৃহৎ সমাবর্তন বলা হচ্ছে। যেখানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং চবির অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৪ জন উপদেষ্টা ও ইউজিসি চেয়ারম্যান এই সমাবর্তনে অংশগ্রহণের কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১০, ২০২৫
এমএ/টিসি