চট্টগ্রাম: কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, মতবিনিময়সহ নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো।
মঙ্গলবার (১ জুলাই) সকালে ব্যুরো অফিসে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তীর পরিচালনায় শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সেলিম, দ্য ডেইলি সানের ব্যুরো প্রধান নূর উদ্দিন আলমগীর, নিউজটোয়েন্টিফোরের আকরাম উদ্দিন ও নয়ন বড়ুয়া জয়, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম সমন্বয়ক এনায়েত হোসেন মিঠু, স্টাফ রিপোর্টার ফারুক মুনির, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ, ইমরান এমি প্রমুখ।
.jpg)
শুভেচ্ছা জানান সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডা. আবু নাসের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।
এ ছাড়াও বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম অঞ্চলের এজিএম জহুরুল হক, আওলাত হোসেন, বিকেএমইএর পরিচালক মোহাম্মদ ইয়াসিন, সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নীপু প্রমুখ বাংলানিউজকে শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, ১৫ বছর নিরপেক্ষতার সাথে পাঠকদের আস্থা অর্জন করেছে বাংলানিউজ। ভবিষ্যতেও করবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক সমাজ তৈরি এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উত্তরোত্তর সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বাংলানিউজ।
এআর/টিসি