চট্টগ্রাম: তরুণ সমাজকে স্বপ্ন দেখাতে ও আন্তর্জাতিক পরিসরে প্রস্তুত করতে ‘দেশ পেরিয়ে স্বপ্নের গল্প’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নগরের মেহেদীবাগে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে দৃষ্টি চট্টগ্রাম কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সাবের শাহ তার বক্তব্যে তুলে ধরেন কীভাবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন।
তিনি বিশেষভাবে তার রাশিয়া সফরের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, আমি একটি আন্তর্জাতিক মিডিয়া ও কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে রাশিয়ায় গিয়েছিলাম। সেন্ট পিটার্সবার্গ ও মস্কো শহরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল গর্বের বিষয়। এই সফর আমাকে শিখিয়েছে, শুধু দক্ষতা নয়, বরং আন্তঃসংস্কৃতিক বোঝাপড়া, যোগাযোগ ও আত্মবিশ্বাসও একটি ক্যারিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থপতি আশিক ইমরান বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বিশ্বনেতা। তাদের স্বপ্ন ও উদ্ভাবনী শক্তি জাতিকে সামনে এগিয়ে নিতে পারে। আমরা সবসময়ই বাংলাদেশের উদ্যমী তরুণদের পাশে আছি। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে হলে প্রস্তুতি ও আত্মবিশ্বাস খুবই প্রয়োজন, আর এ ধরনের আয়োজন সে প্রস্তুতিতেই সহায়ক ভূমিকা রাখে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজী আরফাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ বাকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি জিন্নাহ চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বৃজেট ডায়েস, দৃষ্টির নির্বাহী সদস্য অধ্যাপক ড. আদনান মান্নান, দৃষ্টির সহ সভাপতি শহীদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংবাদিক মুজিবুল হক, সাংবাদিক মেহেরাজ হোসাইন, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রিদওয়ান আলম, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও মিডিয়া সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এমআই/পিডি/টিসি