ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলার আসামি মা-ছেলে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জুলাই ৫, ২০২৫
মাদক মামলার আসামি মা-ছেলে গ্রেপ্তার ...

চট্টগ্রাম: মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে নগরের বাকলিয়া থানা পুলিশ।  

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের স্ত্রী জোহরা খাতুন ও তার ছেলে মো.আইয়ুব।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, রাত সোয়া ১২টার দিকে বাকলিয়া বড় কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ভোর রাত আড়াইটার দিকে কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে জোহরা খাতুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মা ও ছেলে। তারা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।