ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জুলাই স্মৃতি: লাখো মানুষের সমাগমে উড়বে হাজারো ড্রোন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জুলাই ১৫, ২০২৫
জুলাই স্মৃতি: লাখো মানুষের সমাগমে উড়বে হাজারো ড্রোন সংবাদ সম্মেলনে কথা বলছেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

চট্টগ্রাম: জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে চট্টগ্রামের আকাশে হাজারো ড্রোন উড়াবে চট্টগ্রাম জেলা প্রশাসন৷

বুধবার (১৬ জুলাই) রাতে নগরের কাজীর দেউড়ির জেলা স্টেডিয়ামে ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ ড্রোন শো'র ক্যালিওগ্রাফি দেখতে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন৷ 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সমন্বয় করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানের ঘোষণা দেন জেলা প্রশাসক ফরিদা খানম।

 

জেলা প্রশাসক জানান, জুলাইয়ের স্মৃতিতে চট্টগ্রামে এরই মধ্যে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে৷ এ ছাড়া দুইভাগে কর্মসূচি ভাগ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচিগুলো জেলা প্রশাসন নগরসহ বিভিন্ন উপজেলা ও প্রতিষ্ঠানগুলোতে প্রচার-প্রকাশনা বাস্তবায়ন করবে।

এ ছাড়া জেলা জেলা প্রশাসন প্রত্যক্ষভাবে কিছু কর্মসূচি হাতে নিয়েছে৷ এর মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি ড্রোন শো৷ নগরের কাজীর দেউড়ির জেলা স্টেডিয়ামে ড্রোনের মাধ্যমে জুলাইয়ে চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলোর চিত্র প্রদর্শন করা হবে৷ এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে৷ 

এ ছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতীকী ম্যারাথন, বৃক্ষরোপণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২৪ এর গ্রাফিতি অঙ্কন ও প্রতিযোগিতা, শিশু শহীদদের স্মরণে বিদ্যালয়গুলোতে গান, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুলগুলোতে জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের সামনের সারির যোদ্ধাদের সমাগম, প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা, সম্মাননা, মাদারস অব জুলাই সমাবেশ, স্পট লাইট অব জুলাই হিরোসসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ৷ 

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।