চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১২ অক্টোবর) উপাচার্যের দপ্তরে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ১৫ ডিসেম্বর তারিখ পর্যন্ত।
এছাড়া একই দিন ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, A ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ২ জানুয়ারি, B ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, C ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ জানুয়ারি, D ইউনিটের ভর্তিপরীক্ষা ১০ জানুয়ারি, B1 উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, B2 উপ-ইউনিটের পরীক্ষা ৬ জানুয়ারি এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতবারের মত এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট লিংক: https://admission.cu.ac.bd/
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসাইন জানান, বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য (অ্যাকাডেমিক) শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়। ২০২৬ এর ২ জানুয়ারি ভর্তি পরীক্ষা এবং চলতি বছরের ১ ডিসেম্বর ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে।
এমআর/পিডি/টিসি