ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে: ফারুক-ই আজম    

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুলাই ১৬, ২০২৫
জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে: ফারুক-ই আজম     ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন

 

চট্টগ্রাম: জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক।

বুধবার (১৬ জুলাই) নগরের বহদ্দারহাটে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, সামনের দিনে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন আর স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে সেজন্য দেশের ৮৬৪ স্থানে যেই স্থানে শহীদ হয়েছেন সেসব জায়গায় স্থায়ীভাবে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে যাতে করে তারা সেটি দেখে বুঝতে পারে।

তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের কাজ দ্রুত চলছে, আমরা চাই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচারিক কাজ সম্পন্ন করতে। সেজন্য বিচারিক প্রক্রিয়া নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের স্বজনদের যাতে মানবেতর দিনযাপন করতে না হয় সেজন্য সরকার আলাদা অধিদপ্তর গঠনের মাধ্যমে তাদের সর্বোচ্চ সহায়তা করবে। তারা যেন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন সেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।