চট্টগ্রাম: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সভা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে এবং সীমু দেবি ও শাহজাহান সিদ্দিকী লিটনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাজুস'র সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দীলিপ কুমার ধর, সিধুল কান্তি ধর, হারাধন মহাজান, খোকন ধর, প্রদীপ গুহ, সুজিত কুমার ধর, রাজিব ধর তমাল, বিপ্লব কান্তি ধর, তপন কান্তি ধর, রঞ্জন ধর, সত্য কুমার ধর, মিন্টু ধর, গোপী নাথ, শম্ভু ধর, সুমন ধর, অলক চন্দ্র পোদ্দার, নয়ন কুমার ধর, রাজীব ধর, প্রদীপ বণিক, শাস্তানু বণিক, মীনা নাথ ধর, মুহাম্মদ আজিজ উল্লাহ ও শিমু রানী দেব।
পরে সভায় সাধারণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।
এমআর/টিসি/জেএইচ