ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

২৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, আগস্ট ৬, ২০২৫
২৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.জসিম উদ্দিনকে দীর্ঘ ২৫ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

মো.জসিম উদ্দিন (৪৫) রাঙ্গুনিয়ার ডেমীরছাড় এলাকার জেবর মুল্লুকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার ২০০০ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থান করার খবর পাই।  

‘মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে মো.জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।