চট্টগ্রাম: নগরের চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড স্টেশন সাংগু বাঁশখালী থানাধীন সাঙ্গুর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ৫ জনকে আটক করেছে।
জব্দ করা ড্রেজার সংযুক্ত বাল্কহেড ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বালুখেকোদের হাত থেকে ফসলী জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সিয়াম-উল-হক।
এআর/টিসি