চট্টগ্রাম: লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মো. ইদ্রিস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিন বেলা তিনটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় তিনি আহত হন। মো. ইদ্রিস আমিরাবাদের তজু মুন্সীর পাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসি/টিসি