ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, সেপ্টেম্বর ২০, ২০২৫
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (৪১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

মো. শাহজাহান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বারইয়ারহাট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন৷

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।