ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, সেপ্টেম্বর ২০, ২০২৫
বোয়ালখালীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে জালে আটকে পড়া ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা বিনোদ চৌধুরীর বাড়ি এলাকা থেকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।

তিনি বলেন, বসতঘরের পাশে ঘেরা দেওয়া জালে অজগরটি আটকে গিয়েছিল। খবর পেয়ে জাল কেটে সাপটি উদ্ধার করা হয়।

বার্মিজ প্রজাতির অজগরটি লম্বায় ৮ ফুট এবং ওজন ৮-৯ কেজি।

তিনি জানান, জালে আটকে পড়ার কারণে অজগরটি আহত হয়েছে। সাপটিকে সুস্থ করে জঙ্গলে অবমুক্ত করা হবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।