চট্টগ্রাম: নগরের পাচঁলাইশ থানার ১৭ বছর আগে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় মো.কাউছার (৩৭) নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ইসমত জাহানের আদালত এই রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকার ফরেস্ট গেইট রেল ক্রসিং রোড থেকে মো.কাউছারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো.কাউছার থেকে দেশিয় তৈরি সচল রিভলবার ও ৫ টি গুলি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তার মো.আবদুর রহমানের কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা ধারালো ছুরি ও হাবিবুর রহমান লেদুর কাছ থেকে ২৬ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকার করেছিলেন তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। একটি ডাকাতির প্রস্তুতির অভিযোগে এবং অন্যটি অস্ত্র আইনে। অস্ত্র আইনের মামলায় এই ঘটনায় পুলিশের করা মামলায় তদন্ত শেষে একই বছরের ৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ৩০ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
এমআই/পিডি/টিসি