ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল হালিম প্রকাশ ইমন নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো এবং সার্বিক দায়িত্বে ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান।

অভিযানে মোট ২৩ জন সেনা সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানকালে আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা মো. ইরফানের বাড়িতে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। তবে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়ি থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- রাইফেল ১টি রাইফেল, অ্যামুনিশন ৩ রাউন্ড, পিস্তলের অ্যামুনিশন ৬ রাউন্ড, বন্দুকের কার্তুজ ৭টি, ব্ল্যাংক কার্তুজ ১১টি, মোবাইল ফোন ১৬টি, চাইনিজ কুড়াল ১টি, পাহাড়ি দা ২টি, ছোট-বড় চাকু ৭টি, চেইন ১টি, ইয়াবা, মদ ও গাঁজা।

আব্দুল হালিম প্রকাশ ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য লক্ষীছড়ি জোনে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও সরঞ্জামাদি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে।

ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।