চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা ১৫ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা এই ঘোষণা দেন।
এদিকে শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার থেকে ১৫ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। দাবি পেশ করার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ চেয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য শিক্ষার্থীদের পছন্দ হয়নি। তারা মঙ্গলবার রাতেই ঘোষণা দেন বুধবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করবেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিক্যাল হল সংস্কার করা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রোববার থেকে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়সারা গোছের রোডম্যাপ দিয়েছে। যা মনমতো না হওয়ায় বুধবার থেকে কমপ্লিট শাটডাউন চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে আমরা এরইমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছি। আন্দোলনরত শিক্ষার্থীরা অধিকাংশ মেনে নিলেও কিছু শিক্ষার্থী তা মেনে নেয়নি। আমার ধারণা, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু ছাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহিরের কিছু অছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে।
রোডম্যাপ দেওয়ার পরেও এভাবে আন্দোলন করায় বুধবার বিশ্ববিদ্যালয় ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
বিই/টিসি