ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শনিবার 

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, অক্টোবর ৯, ২০২৫
জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শনিবার  ...

চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম বার্ষিক ওরশ শরিফ।

এ উপলক্ষে দিনভর ওরশ কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, জিকির-আসকার, বিশ্বঅলি’র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিলসহ আধ্যাত্মিক নানা আয়োজন।

ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে ফজরের পর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র ও গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

ওরশ সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক ভক্ত ও জায়েরীনদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।  

নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক জনবল। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।