ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘পিআর নিয়ে গণভোটের নাটক শুরু করেছে একটি গোষ্ঠী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, অক্টোবর ১২, ২০২৫
‘পিআর নিয়ে গণভোটের নাটক শুরু করেছে একটি গোষ্ঠী’ ...

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, পিআর এর ধোঁয়া তুলে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দলটি চায়- দেশে কোন নির্বাচন না হোক, তারা ক্ষমতার মধু খেতে থাকুক।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পয়ার তালুকদার বাড়িতে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ তাদের আর সে মধু খেতে দেবে না।

ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষ। সরকারও দৃঢ় প্রতিশ্রুত। কোনও অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। পিআর নিয়ে গণভোটের নাটক শুরু করেছে একটি গোষ্ঠী। এটা তারা কোথায় পেলেন। নতুন নতুন দাবি তুলে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা তাদের নতুন নাটক।

ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, নাছির উদ্দিন, সফিউল আলম, নূরুল ইসলাম মেম্বার, জামাল খান, আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, নূরুল আলম, মাস্টার হাবিবুল্লাহ।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন মোশরাফুল আনোয়ার মশু, গাজী আমান, শহীদ, রশিদ চৌধুরী, বেলাল, আমান উল্লাহ, ওমর ফারুক মানিক, মোজাহারুল ইকবাল লাভলু, আরাফাত তুষার, রাশেদুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর, মো. আলি, সওকত, হাসেম, আরমান, জহির, হৃদয়, আসিফ, হাসান, রাশেদ প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।