চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার ডেভেলপমেন্টঃ দ্য আল্টিমেট রোডম্যাপ’ শীর্ষক এক বিশেষ সেমিনার।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অন্তর্গত সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে এতে মূল বক্তা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক লিড, ডেলিনিয়েট ইনক. এর স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরাফাত হোসাইন চৌধুরী।
তিনি অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্টকে রূপান্তর করছে এবং কীভাবে শিক্ষার্থীরা এই প্রযুক্তিকে নিজেদের দক্ষতার অংশ করে তুলতে পারে। এ প্রসঙ্গে তিনি সফটওয়্যার উন্নয়নে এআই এর কৌশল, এআই-পাওয়ার্ড অ্যাপ ও এআই-সহায়িত ডেভেলপমেন্টের পার্থক্য, রিয়েক্ট ও টাইপস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্টএন্ড তৈরি, নিরাপদ ব্যাকএন্ড ও এআই এপিআই ইন্টিগ্রেশন, ডেটা প্রাইভেসি, অ্যাপ ডিপ্লয়মেন্ট ও ইউএক্স ডিজাইন, অন-ডিভাইস এবং ক্লাউড-ভিত্তিক এআই মডেলের বাস্তব প্রয়োগ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ইমন হোর এর উপস্থাপনায় সেমিনারের উদ্বোধন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রযুক্তি বিষয়ে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারের শেষাংশে অনুষ্ঠিত হয় একটি লাইভ কুইজ সেশন, যেখানে অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়।
সমাপনী বক্তব্য প্রদান করেন সিএসই বিভাগের প্রভাষক ও ক্লাবের অ্যাডভাইজর হাবিবুর রহমান। তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী প্রযুক্তির দুনিয়াতেও নিজেদের দক্ষ করে তুলুক। আজকের এই আয়োজন তারই একটি অংশ।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নিয়মিত নিত্যনতুন বিষয়ের উপর গবেষণাধর্মী প্রোগ্রামের আয়োজন করে থাকে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দিতে এমন আয়োজনের মাধ্যম অব্যাহত রাখবে বলে জানায় সিআইইউ প্রোগ্রামিং ক্লাব।
পিডি/টিসি