ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

শিক্ষা

তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন উসকে দিচ্ছে কারা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন উসকে দিচ্ছে কারা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও তিতুমীরের শিক্ষার্থীরা লাগাতার সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে।

 

তাদেরকে এ অযৌক্তিক আন্দোলনে কারা উসকে দিচ্ছে? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী পাল্টা প্রশ্ন রাখেন, আমি কেন বলব, আপনারা জানেন না? যেটা আপনারা জানেন, সেটা কেন আমি বলব? 

তিনি বলেন, তারা (তিতুমীর কলেজের শিক্ষার্থী) তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন কিন্তু তাদের এ দাবি-দাওয়া বেড়েই চলছে। এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন না।  

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।

এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আপনারাই বলেন, এই অবস্থায় আমার কী করা উচিত? এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা দেশবাসী সবার দায়িত্ব। সচিব মহোদয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব) যা বলেছেন, সেটা আপনারা ভালোভাবে প্রকাশ করেন, জনগণই তাদের (তিতুমীরের শিক্ষার্থী) রেললাইন থেকে উঠিয়ে দেবে। ’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা (সাংবাদিক) বলেন, এই যে জনদুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে তারা রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে তাদের কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশ করুক। তারা যাতে জনগণকে দুর্ভোগ না দেয়। তারা যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায়, রাস্তাটা যাতে ছেড়ে দেয়, জনগণের যাতে কোনো ভোগান্তি সৃষ্টি না হয়। ’

এদিকে শিক্ষা সচিব বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরও কলেজ আছে। কলেজ যে দাবি জানাচ্ছে তা যৌক্তিক দাবি নয়। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই।

আরও পড়ুন>> তিতুমীরের ছাত্রদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
জিসিজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।