রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মুন্নুজান হল, রোকেয়া হল ও তাপসী রাবেয়া হলের ভোট গণনা শেষ হয়েছে। এই তিন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সোয়া ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ৫৮৩ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ১ হাজার ২৬ ভোট। এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ২৩৪ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির পেয়েছেন ১ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৮৭৪ ভোট।
** মুন্নুজান হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
এমইউএম/এসসি/এসআরএস