ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শিগগির ঢাকছাস নির্বাচনের দাবি জানাল ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, সেপ্টেম্বর ২২, ২০২৫
শিগগির ঢাকছাস নির্বাচনের দাবি জানাল ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা কলেজ শাখার নেতারা।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট অতি শিগগির ঢাকা কলেজ ছাত্র সংসদ (ঢাকছাস) নির্বাচনের দাবি তুলেছে। এ লক্ষ্যে তারা কিছু বিশেষ দাবি তুলে ধরেছে।

ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি মুজাহিদুল হক ফুয়াদ এবং সাধারণ সম্পাদক সাগর খাঁন দিপু এই দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো
১) অতি শিগগির সুষ্ঠু নিরপেক্ষ পক্ষপাতমুক্ত ঢাকা কলেজ ছাত্র সংসদ (ঢাকছাস) নির্বাচন।  
২) ঢাকসু, জাকসুর মতো প্রহসনমূলক পক্ষপাতদুষ্ট নির্বাচন যাতে না হয় সে বিষয়ে সতর্ক থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া।
৩) দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস।
৪) মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল।
৫) তফসিল ঘোষণার পূর্বেই ঢাকছাস নির্বাচনের গঠনতন্ত্র প্রকাশ করে সব সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় গঠনতন্ত্র সংস্কার।
৬) নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে নির্দলীয় আর্দশিক নিরপেক্ষ দলীয় প্রভাবমুক্ত শিক্ষকদের নিয়ে নিরপেক্ষ যোগ্য জবাবদিহিমূলক নির্বাচন কমিশন গঠন।
৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকমন্ডলীকে ছাত্রছাত্রীসহ সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করার বিশেষ আহ্বান এবং দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকা।  
৭) সবার মতপ্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদী সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করা।

এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।