ঢাকা: শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির সব বই মাল্টিমিডিয়া করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
সোমবার বিকালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘ই-পেমেন্ট সিস্টেম ফর এসএমই’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জনান।
সচিব বলেন, একটি বই পড়তে কয়েকদিন লাগে। কিন্তু একটি সিনেমা দুই তিন ঘণ্টায় শেষ হয়ে যায়। বই পড়া থেকে দেখে ও শুনে বেশি মনে রাখা যায়। এ জন্যই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির সব বই মাল্টিমিডিয়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে একজন শিক্ষার্থী যখন পড়তে ভালো লাগবে না তখন সিনেমা দেখে অথবা হেডফোনের মাধ্যমে সাউন্ড শুনে পড়ার কাজ করতে পারবে।
সচিব জানান, উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে (সোমবার) ব্র্যাক’র সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া একই বিষয়ে ক্যাম্ব্রিয়ানের সঙ্গে চুক্তি হবে।
সচিব এসএমই উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, পণ্য প্রদর্শনের জন্য প্রত্যেক উদ্যোক্তা পৃথক ওয়েবসাইট করলে সেটি বেশি ঝুঁকিপূর্ণ হয়। তাই সকলে মিলে একটি ওয়েবসাইট করা যেতে পারে।
এজন্য (সম্মেলিত ওয়েবসাইট) যে খরচ হবে তা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। তবে ওয়েবসাইডটিকে অবশ্যই কার্যকর রাখতে হবে বলে জানান সচিব।
এ সময় ওয়েবসাইটের জন্য শিগগির একটি কর্মপরিকল্পনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য উদ্যোক্তাদের তিনি আহ্বান জানান।
সচিব আরো বলেন, আইটি’র সঙ্গে যুক্ত হলে এসএমই উদ্যোক্তাদের জমি ও দোকানের ব্যবস্থা তিনি করে দেবেন।
এ সময় দেশের প্রত্যেক উপজেলাতে ডিজিটাল মেলা হবে জানিয়ে সচিব নিজ নিজ উপজেলার ডিজিটাল মেলায় অংশগ্রহণ করার জন্য এসএমই উদ্যোক্তাদের আহ্বান জানান।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম শিরিন।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪