ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ধর্মঘট চলছে, পশুপালন অনুষদে তালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
বাকৃবিতে ধর্মঘট চলছে, পশুপালন অনুষদে তালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাদ হত্যার পূর্ণাঙ্গ বিচার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্লাস চালু রাখায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তালা ঝুলিয়ে দেয় তারা।



প্রত্যক্ষদর্শীরা জানায়, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যার পূর্ণাঙ্গ বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট ঢাকা হয়।

ধর্মঘট চলাকালে সকালে পশুপালন অনুষদে লেবেল-৩, সেমিস্টার-১ এর একটি ক্লাস চলছিলো। এ সংবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা পশুপালন অনুষদে প্রবেশ করে শিক্ষকদের ক্লাস নিতে বারণ করে। শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় সহকারী প্রক্টর ঊর্বা ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।

‍এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পশুপালন অনুষদের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়। এতে সহকারী প্রক্টর উজ্জল কুমার নাথ ভেতরে আটকা পড়েন।


বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ২৯, ২০১৪; আপডেট-১০৩৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।